আজকের শিরোনাম :

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড আরাফাত হোসেন এর যোগদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ১৮:৪৪

খুলনার পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন আরাফাত হোসেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

নবাগত এসিল্যান্ড আরাফাত হোসেন গোপালগঞ্জ সদর উপজেলার কৃতি সন্তান। পিতা আলাউদ্দীন চৌধুরী ও মাতা আকলিমা খাতুন। পিতা আলাউদ্দীন চৌধুরী ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের সরকারি কর্মকর্তা হিসেবে আরাফাত হোসেন ২০১৯ সালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
পরে ২০২১ সালে তিনি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সোমবার তিনি এসিল্যান্ড হিসেবে পাইকগাছাতে যোগদান করেন। যোগদানের পর নবাগত এসিল্যান্ডকে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, নিসচা নেতৃবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মরত কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, ভূমি অফিসের কানুনগো মোজাম্মেল হোসেন, প্রধান সহকারী আব্দুল বারী, কার্তিক চন্দ্র হালদার, কাওসার আহমেদ, আনিছুর রহমান, শারাফাত হোসেন, অমত্য বিশ^াস, ফরিজুল ইসলাম, মোসলেম উদ্দীন দয়াল, রুস্তম সরদার ও মিনারুল ইসলাম। নবাগত এসিল্যান্ড আরাফাত হোসেন সেবার মানসিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/তানভীর হাসান

এই বিভাগের আরো সংবাদ