আজকের শিরোনাম :

কটিয়াদীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকেরা খুশি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১৭:৩৪ | আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৭:৪৮

মাঠ জুড়ে পাকা আমন ধান। কেউ ধান কাটছেন, কেউ বা আঁটি বাঁধছেন। দু‘একজন সেই আঁটি বাড়ি নিয়ে যাচ্ছেন। যেনো দম ফেলার ফুসরত নেই কৃষকদের। আজ রোববার (২৭ নভেম্বর) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে আমন ধান কাটার এমন ব্যস্ত চিত্র দেখা গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার এবার ১২ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। যা উপজেলায় এ যাবত কালের মধ্যে সর্বোচ্চ আমন চাষ। এর মধ্যে ব্রি-৪৯, ব্রি-৮৭, ব্রি-৭৫, বিনা-১৭, বিনা-৭ ও ধানী গোল্ড জাতের ধানের আবাদ বেশি হয়েছে। আমন ধান রোপণের শুরুতেই অনাবৃষ্টি ও পরে ঘূর্ণিঝড় সিংত্রায়ের সত্ত্বেও উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। উপজেলার বাগরাইট গ্রামের কৃষক মো. আমিনুল বলেন, এ বার ৩ বিঘা জমিতে ব্রি-৪৯ জাতের আমন ধানের চারা রোপণ করেছিলাম। ফলন পেয়েছি প্রায় ৫৫ মণ। ফলন প্রত্যাশার চেয়ে ভালে হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক বলেন, এ বছর উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে আমন ধান চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। আমরা আগাম ও স্বল্পমেয়াদী ধানের জাত আবাদের জন্য কৃষকদের পরমার্শ দিয়েছি। এতে একদিকে ধানের উৎপাদন যেমন বেড়েছে, অন্যদিকে বোনাস ফসল হিসাবে সরিষা বা আলু আবাদের সুযোগ হচ্ছে।

এবিএন/ধ্রুব/জসিম/রঞ্জন

এই বিভাগের আরো সংবাদ