আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় বিনা মূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৩

‘জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের বিনা মূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। 

আজ মঙ্গলবার পৌরসভা চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। 

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর আকরাম হোসেন, আব্দুস সালাম আলম, ইউনুছ আলী মহলদার মানিক, রেজানুর তালুকদার রাজিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, নিপা বেগম, সাবেক ব্যাংকার আজিজুল হক, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, প্রধান সহকারী মাহমুদ হোসেন খান ফুয়াদ, উচ্চমান সহকারী মাহমুদুল হাসান, নিম্নমান সহকারী এমরান আজাদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। 

প্রতিমাসে ১তারিখ হতে ১০তারিখ পর্যন্ত এ ক্যাম্পেইন চলমান থাকবে। সেই সঙ্গে ০ হতে ৪৫দিনের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে শিশুর জন্মনিবন্ধন করা হবে এবং উক্ত নিবন্ধনকারীদের পৌরসভার পক্ষ থেকে উপহার প্রদান করা হবে। 

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/এসএ/জসিম 

এই বিভাগের আরো সংবাদ