আজকের শিরোনাম :

সৈয়দপুরে ৮১ পূজা মন্ডপে শেষ মুহুর্তে চলছে তুলির আঁচর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮

নীলফামারীর সৈয়দপুরে পূজা মন্ডপগুলোতে শেষ সময়ে তুলির আঁচরে রাঙানো হচ্ছে দেবী দূর্গাকে। এবার পৌরসভা ও  ৫ ইউনিয়নে ৮১ টি পূজা মন্ডপের আয়োজন করা হয়েছে। গত বছর মন্ডপ ছিল ৮৭টি। 

এর মধ্যে পৌর এলাকায় মন্ডপের সংখ্যা ১৮টি। কামারপুকুর ইউনিয়নে মন্ডপ হয়েছে ৭টি। বাঙ্গালীপুর ইউনিয়নে মন্ডপ হয়েছে ১০টি। বোতলাগাড়ী ইউনিয়নে ২৬টি। খাতামধুপুর ইউনিয়নে ১৩ মন্ডপ। কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৭টি। 

সৈয়দপুর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রাজ কুমার পোদ্দার জানান, অনেকটা হৈ হুল্লোর এর মধ্য দিয়ে পুজোর আয়োজন চলছে। কোন ধরনের ঝুকি বা বিশৃংখলা মনে করছি না।

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীর প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপুজা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে।
    
এবিএন/এম. ওমর ফারুক/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ