আজকের শিরোনাম :

বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উল্টে রেললাইন ব্লক, ৩ ঘণ্টা ট্রেন বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৬

বঙ্গবন্ধু সেতুতে গাছের গুঁড়ি বোঝাই ট্রাক উল্টে রেললাইন ব্লক হয়ে যাওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে চলাচল করা নয়টি ট্রেন সেতুর দুপাশের স্টেশনে আটকা পড়ে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, উত্তরাঞ্চল থেকে ট্রাকটি সেতুর ২১ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ সময় ট্রাকে থাকা গাছের গুঁড়িগুলো সেতুরে উত্তর পাশের রেল লাইনের ওপর গিয়ে পড়ে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের মাস্টার মো. সোহরাওয়ার্দী জানান, রাত ১০টা ২২ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় সেতুর পূর্বপাড়ে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী আটটি এবং পশ্চিমপাড়ে একটি ট্রেন আটকা পড়ে।

পুলিশ ও সেতু কর্তৃপক্ষের শ্রমিকরা ট্রাক ও গাছের গুঁড়ি সরিয়ে নেওয়ার পর রাত ২টা থেকে সেতু দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

দুর্ঘটনা কবলিত ট্রাক ও গাছের গুঁড়ি অপসারণের পর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ