আজকের শিরোনাম :

এক ইলিশের দাম ৭ হাজার টাকা!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৩ | আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:১০

বরগুনার বিষখালী নদীতে ২ কেজি ৭ গ্রামের ওজনের একটি ইলিশ মাছ ৭ হাজার ৩৫ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা পৌর মাছ বাজারে ইলিশ খুচরা মৎস্য ব্যবসায়ী কাছে মাছটি বিক্রি হয়।

জানা যায়, শনিবার বিকেলে বিষখালী নদী থেকে স্থানীয় জেলে মো. ওলি মিয়া ২ কেজি ৭ গ্রামের ওজনের একটি ইলিশ মাছ ধরে বাজারে নিয়ে আসেন। ৭ হাজার ৩৫ টাকায় পাইকারি দরে খুচরা মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

বরগুনা পৌর মাছ বাজারে খুচরা মৎস্য ব্যবসায়ী মো. সেলিম মিয়া সংবাদ প্রকাশকে বলেন, “বিকালে জেলে মো. ওলি মিয়া মাছটি বাজারে নিয়ে আসেন। মাছটি নিয়ে আসার ১ ঘণ্টার মধ্যে বিক্রি হইছে।”

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব সংবাদ প্রকাশকে বলেন, “ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন বন্ধে মৎস্য আহরণে সরকারি নিষেধাজ্ঞা চালুর সুফল হিসেবে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।”

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ