আজকের শিরোনাম :

বেনাপোল সীমান্ত থেকে ১৬ সোনার বারসহ আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১৩:৩১

বেনাপোলের সীমান্ত এলাকা গোগা থেকে ১৬ পিস স্বর্ণের বারসহ জনি (৪০) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি) জানান, গোপন খবরে জানতে পারে সোনার একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারী গোগা সীমান্ত এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে এক সোনা পাচারকারীকে আটক করেছে। পরে তার দেহ তল্লাশি করে ১৬টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ৮৪৬ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা।

পাচারকারী জনিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে সাড়ে আট কেজি সোনাসহ পাঁচজনকে আটক করেছেন। জব্দকৃত এসব সোনার বাজারমূল্য ছিল প্রায় ৬ কোটি টাকা।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ