উলিপুরে জাতীয় শোক দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১৩:৪৮

কুড়িগ্রামের উলিপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবসে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। 

উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও বিপুল কুমার।

 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু। 

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,উলিপুর সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রভাষক স ম আল মামুন সবুজ, শিক্ষার্থী প্রনয় সরকার প্রীতম প্রমূখ। 

এ সময় উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন। 

এদিকে সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এবিএন/আব্দুল মালেক/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ