আজকের শিরোনাম :

ডিমলায় জাতীয় শোক দিবস পালন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১৩:৪৫

নীলফামারীর ডিমলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগষ্ট (সোমবার) সূর্যোদয়ের সাথে সাথে আ. লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার বিজয় চত্ত্বরে সকল শহীদদের প্রতি নীরবতা পালন ও মোনাজাত শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর জীবন লেখা নিয়ে অনলাইন ভিত্তিক প্রমান্য চিত্র প্রদর্শনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। 

এ সময় ইউএনও বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান-বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টুু, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি, যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক মোঃ আবু সায়েম সরকার, অফিসার ইনচার্জ মোঃ লাইছুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়সা সিদ্দিকা, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, স্বেচ্ছাসেবকলীগের নেতা এইচএম ফিরোজ এবং বিভিন্ন সরকারী/বেসরকারী, স্বায়ত্বশাসিত অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ  আ. লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দিনটি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। 

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ