আজকের শিরোনাম :

পিরোজপুরে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১১:২০

পিরোজপুরে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত।  রবিবার দুপুরে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও দুই থেকে আড়াই ফুট পর্যন্ত পানি উঠেছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পিরোজপুরের শারিকতলা, ডুমুরিতলা, কাউখালী, ইন্দুরকানী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়ার বেশ কিছু ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ফলে এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জান শাওন তালুকদার বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব ও টানা তিনদিনের বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি হওয়ায় মাছের ঘের, ফসলি জমিসহ ফসল ডুবে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারি জানান, জোয়ারের পানি বৃদ্ধির ফলে মাছের ঘেরে পানি প্রবেশ করছে। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাইনি।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ডা. নজরুল ইসলাম সিকদার বলেন, পানি স্থায়ী হলে কৃষকের ক্ষতির সম্ভাবনা থাকে। জোয়ারের পানি উঠে আবার নেমে যাচ্ছে তাই ফসলের তেমন ক্ষতির সম্ভাবনা নেই।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান বলেন, এখনো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। জোয়ারের পানি বৃদ্ধি ও ভারি বৃষ্টিপাতের কারণে পানির চাপ বেড়েছে।

এবিএন/সৈয়দ বশির/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ