আজকের শিরোনাম :

শরণখোলায় উপকূলের নদ-নদীতে পানি বেড়েছে প্রায় ৫ ফুট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১১:০৬

পূর্ণিমা জোয়ার ও মৌসুমী জলবায়ুর প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। স্বাভাবিক জোয়ারের চেয়ে সমুদ্রসহ উপকুলীয় এলাকার নদ-নদীর পানি বেড়েছে প্রায় পাঁচ ফুট। চলছে দমকা হাওয়া ও ঝড়োবৃষ্টি। প্রবল ঢেউেয়ের কারণে সাগরে টিকতে না পেরে  প্রায় ১০ হাজার ফিশিং ট্রলার আশ্রয় নিয়েছে সুন্দরবনসহ সাগর তীরবর্তী বিভিন্ন নদী ও খালে। 

সুন্দরবনের দুবলার চরে পানি উঠায়  স্থানীয় বনরক্ষিরা আশ্রয় নিয়েছে সাইক্লোন শেল্টারে। অসংখ্য হরিণসহ বন্যপ্রাণী আশ্রয় নিয়েছে অফিস সংলগ্ন পুকুরের উচু পাড়ে। এছাড়া  বলেশ্বর নদের পানি ঢুকে প্লাবিত হয়েছে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার। এতে বাজার ব্যবসায়ীসহ লোকজন পড়েছে চরম দুর্ভোগে। রায়েন্দা-মাছুয়া ফেরিঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় দু’পাড়ের যাত্রীরা পড়েছে সংকটে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল অফিসের ইনচার্জ দিলীপ মজুমদার মুঠোফোনে জানান, প্রবল ঢেউয়ের কারনে সাগরে কোন ফিশিং ট্রলার অবস্থান করতে পারছেনা। প্রায় ১০ সহা¯্রাধিক ফিশিংবোট বনসহ উপকুলীয় এলাকার বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। 

পানিতে বনঅফিস প্লাবিত হওয়ায় বনরক্ষিরা আশ্রয় নিয়েছে সাইক্লোন শেল্টারে। বন্যপ্রাণীও উচু স্থানে অবস্থান নিয়েছে। 

এবিএন/নজরুল ইসলাম আকন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ