আজকের শিরোনাম :

জামালপুরে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১০:০৯

জামালপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। 

রোববার দুপুরে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে মদ, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৬ কোটি টাকা।

৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানসহ জামালাপুর ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে ১ লাখ ৫৮ হাজার ২১০ পিচ ইয়াবা, ৬ হাজার ৩শ ৩৪ বোতল বিভিন্ন প্রকার মদ, প্রায় ৫৪ কেজি গাঁজা,  ৪শ ৬৪ বোতল ফেনসিডিল উল্লেখ্যযোগ্য। 

যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৫শ ৪১ টাকা। 

জামালপুর ও কুড়িগ্রাম জেলার ভারতীয় সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে ৩৫ বিজিবির বিভিন্ন অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করেন। 

এবিএন/মো. শাহ্ জামাল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ