আজকের শিরোনাম :

গাজীপুরে বগি লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৯:১০ | আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৯:৪২

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের চারটি যাত্রীবাহী বগি লাইনচ্যুতের ঘটনায় ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে রেলওয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এক্সপ্রেস ট্রেনের ৩ বগি লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (১৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের চীফ মেকানিক্যাল কুদরত-ই খুদা বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল রুটের ধীরাশ্রম এলাকায় ট্রেনের তিনটি বগি উল্টে যায়। এতে আহত হন ৭ যাত্রী। 

গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উপপরিচালক আব্দুল হামিদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়েই আহত হন ৭ যাত্রী। তাদেরকে তাৎক্ষণিকভাবে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ