আজকের শিরোনাম :

দুর্গাপুরে বঙ্গবন্ধুকে নিয়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১২:৫১

নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সংগঠন পথ পাঠাগারের আয়োজনে জাতীর জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে সীমান্তবর্তী কুল্লাগড়া শ্রী শ্রী রামকৃষ্ণ অনাথালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নানা আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা পুর্ব আলোচনা আশ্রমের মহারাজ স্বামী কাশিক আনন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মানবতার ফেরিওয়ালা রিক্সা চালক তারা মিয়া। 

অন্যদের মধ্যে আলোচনা করেন, পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, আশ্রমের সম্পাদক প্রভাত চন্দ্র সাহা, শিক্ষক জিয়াউল হক শুভ প্রমুখ। মেধা অন্বেষণে বিজয়ী হয়েছেন শুভ ক্ষত্রীয়, লিমন হাজং, চন্দ্র হাজং।

আলোচনা শেষে বিজয়ীদের হাতে মানবতার ফেরিওয়ালা রিক্সা চালক তারা মিয়া পুরস্কার তুলে দেন। পথ পাঠাগার প্রতিষ্ঠানটি বিভিন্ন জাতীয় দিবস, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বিনামুল্যে শিক্ষাসামগ্রী বিতরণ, শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও এলাকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সর্বদাই। 

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ