আজকের শিরোনাম :

কালিহাতীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্মহত্যা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১০:৫৩

টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বজলুল রশিদ (৪৯) নামের এক শিক্ষক আত্মহত্যা করেছে। 

শুক্রবার রাত সাড়ে ৩টায় এলেঙ্গা পৌরসভাধীন মসিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বজলুল রশিদ কালিহাতী উপজেলার পৌজান গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন ছেলে ও নাগরপুর উপজেলার খামারধল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা নিশ্চিত করে জানান, শিক্ষক বজলুল রশিদকে কালিহাতী থেকে নাগরপুর বদলি হওয়ার কারণে  দীর্ঘদিন ধরেই মানসিক যন্ত্রণা ও হতাশায় ছিল। 

শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি এলেঙ্গা পৌরসভা মসিন্দা এলাকা অতিক্রম করার সময় সে রেললাইনে উঠে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বঙ্গবন্ধু রেলওয়ে স্টেশনমাস্টার ইসমাইল হোসেন বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী  ধূমকেতু ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ উদ্ধার করে তার আত্মীয়স্বজন বাড়িতে নিয়ে গেছেন।

এবিএন/তারেক আহমেদ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ