আজকের শিরোনাম :

রাজবাড়ীতে ১৮ কেজির পাঙাশ ২৩ হাজার টাকায় বিক্রি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ১৫:০৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ১৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ২২ হাজার ৮৬০ টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার (১৩ আগস্ট) সকালে মানিকগঞ্জের জেলে বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে খবর পেয়ে দৌলতদিয়া জাহিদের আড়ত থেকে পাঙাশ মাছটি ১২৭০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৮৬০ টাকায় কিনে নিই। পরে মাছটি আমার আড়ত ঘরে নিয়ে আসি। বিক্রির জন্য ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজি ১৩৫০ টাকা হলে বিক্রি করব।

গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ার এখন প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ। নদীতে পানি বাড়ায় কাতল, পাঙাশ, বাঘাইড় ও বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও বেশি ধরা পড়ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যাড় জালে ধরা পড়ে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ