আজকের শিরোনাম :

জলঢাকায ফ্রি মেডিকেল ক্যাম্প ও উঠোন বৈঠক অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ১২:৪৬

নীলফামারীর জলঢাকায় অভিনন্দন সমাজকল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে।  

শুক্রবার অভিনন্দন সমাজকল্যাণ সংস্থার উদ্দ্যোগে উপজেলার  মাথাভাঙ্গাস্থ সংস্থার কার্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও উঠোন বৈঠক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অভিনন্দন সমাজকল্যাণ সংস্থার পরিচালনায় ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে সংস্থার স্বাস্থ্য বিভাগের ডাক্তারসহ কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা নিয়োজিত ছিলেন। 

অভিনন্দন সমাজকল্যাণ সংস্থা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক কাঞ্চন রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির তার বক্তব্যে  প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু পৌর সভার নয় পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন কাঞ্চন রায়।

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ