আজকের শিরোনাম :

শখের মাল্টা বাগান নিয়ে বাণিজ্যিক স্বপ্ন দেখছেন ইউপি সচিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ১১:১৩

কুমিল্লার তিতাস উপজেলায় শখের মাল্টা বাগান নিয়ে বাণিজ্যিক স্বপ্ন দেখছেন ইউপি সচিব কাজী কামাল উদ্দিন।

তিনি দুই বছর পূর্বে উপজেলার উজিরাকান্দি ভূইয়া বাড়ির আঙ্গিনায় কৃষি অধিদপ্তর থেকে ৪৫টি বারি মাল্টার চারা নিয়ে  রোপণ করেন।

এ বছর প্রতিটি গাছে ৩০/৪০টি মাল্টা ধরেছে। এই মাল্টা দেখে ইউপি সচিব কাজী কামাল উদ্দিন মহাখুশি।

তিনি বলেন, আমি ছোট বেলা থেকেই ফলফলাদি গাছের প্রতি আমার আগ্রহ, তাই আমি উপজেলা কৃষি অধিদপ্তর থেকে ৪৫টি বারি মাল্টার চারা এনে দুই বছর পূর্বে রোপন করি, এ বছর প্রতিটি গাছে ৩০/৪০ টি করে মাল্টা ধরেছে।

আশা করি নিজের চাহিদা মিটিয়ে বিক্রি ও করতে পারবো।

উপজেলা কৃষি অধিদপ্তর থেকে কি ধরনের সহযোগিতা পান জানতে চাইলে, কাজী কামাল উদ্দিন বলেন, কৃষি থেকে আমার সার, কীটনাশক এবং বাগার পরিচর্যার পরামর্শ দিয়ে আসছে নিয়মিত।

আপনি ইউপি সচিব পদে চাকরি করে বাগান পরিচর্যার সময় পান কখন?

কাজী কামাল উদ্দিন বলেন আমি ছুটির দিনে বাগান পরিচর্যা করি।

বাগানে আর কি কি ফলের গাছ আছে? তিনি বলেন ১৫ টি কলম্ব লেবু চারা, ১০ কমলা চারা, মাদ্রাজি ওলকচু, ২টি দারচিনি গাছ ও ৩টি তেজপাতা রয়েছে। এছাড়াও ড্রাগন, পেপে, পেয়ারা গাছও রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, তিতাসে এবছর ৫ হেক্টর জমিতে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মিশ্র ফল বাগান স্থাপন করা হয়েছে।

প্রতিটি বাগান মালিককে আমরা সার, বীজ, কীটনাশক, স্প্রে মেশিন ও নগদ অর্থ দিয়ে সহায়তা করার পাশাপাশি নিয়মিত পরামর্শ দিয়ে আসছি।

তবে প্রতিটি বাগানে এবছর মাল্টা ধরেছে।

এবিএন/কবির হোসেন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ