আজকের শিরোনাম :

বাউফলে ভূমিহীন ও গৃহহীনের তালিকা যাচাই-বাছাই করলেন জেলা প্রশাসক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১৩:১৮

পটুয়াখালীর বাউফল উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে বৃষ্টিপাত উপেক্ষা করে মাঠপর্যায় সরেজমিনে যেয়ে যাচাই-বাছাই করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। 

গত মঙ্গলবার (৯ আগষ্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত  জেলা প্রশাসকের নেতৃত্বে ১৭ বিশিষ্ট সদস্য নিয়ে এ যাচাই-বাছাই করা হয়।

দলের সদস্যরা হলেন ৩ জন এডিসি, ৪ জন ইউএনও ও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা কয়েকটি ভাগে ভাগ হয়ে উপজেলার  ধূলিয়া, কেশবপুর, কালিশুরী, কাছিপাড়া, চন্দ্রদ্বীপ, দাশপাড়া, নওমালা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে গ্রামে যেয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে ৪০০ জনের তালিকা থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের যাচাই বাছাই করেছেন। 

উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন বলেন, সরকারি ছুটি থাকা সত্ত্বেও তালিকা যাতে সঠিক হয় সেজন্য পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল স্যারের নেতৃত্বে বৃষ্টি ও কাদার মধ্যে পটুয়াখালী, মির্জাগঞ্জ, দুমকি ও বাউফলের কর্মকর্তাদের নিয়ে টিম আকারে ভূমিহীন ও গৃহহীন তালিকা যাচাই-বাছাই করা হয়েছে। ২য় পর্য়ায় ৩৬০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে। প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হবে ২ লাখ ৫৯হ াজার ৫ শত টাকা।

এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ