আজকের শিরোনাম :

রুমায় জাল নোটসহ আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ১২:৩৯

বান্দরবানের রুমায় জাল টাকাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

গতকাল সোমবার রুমা বাজারের কাঁচাবাজার এলাকায় এক ব্যবসায়ীর দোকানে এক হাজার টাকার জাল নোট ভাঙ্গাতে গেলে স্থানীয়রা বুঝতে পেরে পুলিশে খবর দেয়, এরপর পুলিশ এসে জাল নোটসহ ধৃত শেখ আহমদ (৩৫) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে। 

ধৃত শেখ আহমদ আটকাবস্থায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লোকজনের সামনেই স্বীকার করে তার কাছে বাংলাদেশি জাল নোট রয়েছে। সে আরও জানায়, রাজা মিয়া নামের তার এক সহযোগীর সাথে যোগসাজস করে দীর্ঘদিন বিভিন্ন বাজারে পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জাল টাকার ব্যবসা করে আসছে। 

স্থানীয়রা জানান, সোমবার রুমা বাজারের হাট বার হওয়ায় সেদিন ধৃত আসামি ব্যাপকভাবে পণ্য ক্রয় করে, বিশেষ করে বিপুল টাকার ছাগল ক্রয় করে বলে জানান তারা। তাদের আশঙ্কা স্থানীয়দের মাঝে ইতিমধ্যেই ব্যাপকভাবে জাল টাকা ছড়িয়ে যেতে পারে। 

আটকের সময় আসামির কাছ থেকে বাংলাদেশি ২০ হাজার টাকা জাল নোট ও একটি স্মার্ট ফোন পাওয়া যায়। 

আটক শেখ আহমদ এবং তার সহযোগী পলাতক রাজা মিয়ার নামে নিয়মিত মামলা রজু করে জেলহাজতে প্রেরণ করেছে রুমা থানা পুলিশ। 

এবিএন/চনুমং মারমা/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ