আজকের শিরোনাম :

বিজিবির অভিযানে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিভিন্ন পণ্য আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ১১:৪৮

সুনামগঞ্জের ডুলুরা বিওপির টহল দল ৪ আগস্ট  অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের ধোপাযান চলতি নদী হতে ২০০ ঘনফুট ভারতীয় পাথর, ১টি স্টিল বডি নৌকা এবং ১টি ইঞ্জিন আটক করে, যার আনুমানিক মূল্য ১২, লক্ষ ৬৪, হাজার টাকা।  

চাঁনপুর বিওপির টহল দল একই দিন তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৭,০০০ পিস ভারতীয় বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ১১ হাজার  ৯শ টাকা। 

নারায়নতলা বিওপির টহল দল ঐদিনই সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ৩২ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৪৮ হাজার টাকা। 

চিনাকান্দি বিওপির টহল দল একই দিন বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭২, হাজার টাকা। 

টেকেরঘাট বিওপির টহল দল একই তারিখে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন নামক স্থান হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬০, হাজার টাকা।  

লাউরগড় বিওপির টহল দল ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১,৭৫০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২২,৭৫০ টাকা।  

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং স্টীল বডি নৌকা, ইঞ্জিন, পাথর, বিড়ি ও কয়লা শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুবুর রহমান।

এবিএন/অরুণ চক্রবর্তী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ