আজকের শিরোনাম :

সদরপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ১১:২৩

ফরিদপুরের সদরপুর উপজেলার প্রধান প্রধান সড়কে বিশৃঙ্খলতা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

রোববার বিকেলে উপজেলার হাসপাতাল মোড় এলাকা ও সদরপুর কলেজ মোড় এলাকা থেকে সড়কে বিশৃঙ্খলতা সৃষ্টিকারী যমুনা ডিলাক্স ও ডিএম পরিবহনের কর্মরত কর্মচারীদের আর্থিক জরিমানা দায়ের করে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোঃ আহসান মাহমুদ রাসেল। 

সড়ক পরিবহন আইন-২০১৮ এর ২৮ ও ৭৭ ধারা আইনে যমুনা ডিলাক্সের চালক মোঃ সানাউল্লাহকে ১০ হাজার, কন্টেকটার নাসির হোসেনকে ১ হাজার ও ডিএম পরিবহনের চালক সজলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে যানজট নিরসন ও উন্মুক্তভাবে জনসাধারণের চালাচলে বিঘœ সৃষ্টির ও অপরদিকে অবৈধভাবে মালামাল রাখার দায়ে ৪টি দোকানী মালিকদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৮৯ ধারায় জরিমানা দায়ের করা হয়। 

এরা হলেন রফিক বেপারীকে ১ হাজার, মোঃ সফিক মোল্যা, ২ হাজার ও অন্য ১টি প্রতিষ্ঠান। ৪টি প্রতিষ্ঠানের মালিককে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী হাকিম মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, সদরপুরের যানজট নিরসন এবং অবৈধভাবে স্থাপনা করায় অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত চলবে জনসাধারণের সুবিধার্থে।

এবিএন/মোঃ সাব্বির হাসান/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ