“বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২” পেলো চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১০:২০

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ “দুর্যোগ ও সামাজিক সংকট মোকাবিলা” ক্যাটাগরিতে “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২” পেলেন  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা। 

২৩ জুলাই শনিবার সকাল ১১ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করা হয়।চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাক্তন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম ও প্রাক্তন সিভিল সার্জন ড. জাহিদ নজরুল চৌধুরী দলগত এ পদক গ্রহণ করেন।

উল্লেখ্য, জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে কোভিড-১৯ মোকাবিলায় অন্তর্ভূক্তিমূলক মডেলটি “চাঁপাইনবাবগঞ্জ মডেল” নামে খ্যাতি লাভ করেছে। 

স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের করোনা কমিটির সকল সদস্য, মিডিয়াকর্মী এবং সর্বোপরি এ জেলার জনসাধারণের সমন্বিত এবং একটি অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন।

এবিএন/আশফাকুর রহমান রাসেল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ