আজকের শিরোনাম :

ধর্মপাশায় বীজ ধান পাচারের দায়ে ডিলারকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১১:৪৩

সুনামগঞ্জের ধর্মপাশার কৃষকদের জন্য বরাদ্দকৃত বীজ ধান অন্যত্র বিক্রি করার অপরাধে শামছুল হক নামে এক ডিলারের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুর দুইটার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান তাঁর কার্যালয়ে বসে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমূল ইসলাম জানান, উপজেলা সদর ইউনিয়নের দায়িত্বে থাকা ঝর্ণা এন্টারপ্রাইজ নামে বিএডিসি'র অনুমোদিত সার ও বীজ ডিলার শামছুল হক নিজ এলাকার কৃষকের জন্য বরাদ্দকৃত বি আর-৩৯ জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ নিজ এলাকায় বিক্রি না করে তা অধিক মূল্যে কালোবাজারে অন্যত্র বিক্রি করে আসছিল। 

এ অবস্থায় রবিবার দুপুরে তিনি বি আর-৩৯ জাতের ৬০ বস্তা  বীজ একটি অটোরিকশা যোগে পাশের মোহনগঞ্জ উপজেলার উদ্দেশ্যে পাচার করছিলেন। 

এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ধর্মপাশা-মোহনগঞ্জ সড়কের বঙ্গবন্ধু চত্ত্বর এলাকা থেকে বীজ বোঝাই করা অটোরিকশাটিসহ ডিলার শামছুল হককে আটক করি এবং সঙ্গে  সঙ্গে  মালসহ আমরা তাকে ভাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির  হাসানের আদালতে  হাজির করা হলে আদালত ডিলার শামছুল হকের কাছ থেকে ৫০০০ টাকা জরিমানা আদায়সহ ভবিষ্যতে আর এমন অনিয়ম করবেন না মর্মে একটি মুচলেখা রেখে তাকে ছেড়ে দেন।

এবিএন/মোহাম্মদ ইমাম হোসেন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ