ফরিদপুরে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১৫:০৫
ফরিদপুরে চাষিদের মধ্যে বিনা মূল্যে অধিক উচ্চ ফলনশীল অ্যারাইজ আই এন এইচ ১৬০১৯ হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ করেন ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. আবুল হোসেন মিয়া।
এ সময় বায়ার ক্রপ সাইন্স লিমিটেডের ফরিদপুরের আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ মো. মানসুর রহমান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহির রায়হানসহ গণ্যমান্য ব্যক্তিরা।
বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ মো. মানসুর রহমান বলেন, ‘এই ধান বাদামি ঘাসফড়িং সহনশীল এবং পাতাপোড়া রোগ প্রতিরোধী জাত’। এই ধান চাষ করে চাষিরা অধিক লাভোবান হবেন।
সদর উপজেলার ৫০ জন চাষির মধ্যে ১০০ কেজি ধানের বীজ বিতরণ করা হয়। আগামীতে চাষিদের মধ্যে বিনা মূল্যে ধানের বীজ বিতরণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
এবিএন/কে এম রুবেল/এসএ/জসিম
এই বিভাগের আরো সংবাদ