আজকের শিরোনাম :

চালুর পরদিনই বন্ধ কোরবানির পশুবাহী বিশেষ ট্রেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ২১:৩২

চালুর একদিন পরই পশুবাহী বিশেষ ট্রেনে কোরবানিযোগ্য গরু-ছাগল পরিবহন বন্ধ হয়ে গেছে। 
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার শহিদুল আলম।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে স্বল্প ভাড়ায় কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনে কোনো গরু-ছাগল বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেন বন্ধের বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ক্যাটল ট্রেনের নিয়ম অনুযায়ী কোরবানিযোগ্য গরু-ছাগল পাঠাতে হলে ২৪ ঘণ্টা আগেই বুকিং দিতে হয়। কিন্তু বৃহস্পতিবার কোনো গরু-ছাগল বুকিং হয়নি। তাই ট্রেনটি বন্ধ করা হয়।

এর আগে বুধবার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ওয়াগনে ১৮টি গরু ও চারটি ছাগল নিয়ে যাত্রা শুরু করে ক্যাটল ট্রেনটি। সবগুলো গরুর মালিক ছিলেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শামিম আলী।

এবিএন/আব্দুর রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ