আজকের শিরোনাম :

ঈদের আগেই কমেছে পেঁয়াজের দাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ১৮:২৮

ঈদের আগেই দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফের কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। কেজিপ্রতি ভারতীয় পেঁয়াজ ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ২২ টাকায় এবং দেশি পেঁয়াজ ২ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকায়।

সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মোমিনুর রহমান জানান, সামনে কুরবানির ঈদ। এ সময় পেঁয়াজসহ মসলা জাতীয় পণ্যের চাহিদা একটু বেশি থাকে। মসলার পাশাপাশি পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। সেই জন্য আজ ১০ কেজি পেঁয়াজ কিনলাম। 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজ ২৮ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলে আরও দাম কমতে পারে। 

হিলি কাস্টমসের তথ্যমতে, বুধবার ভারতীয় ১৪ ট্রাকে ৩২৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ স্থলবন্দর দিয়ে।

এবিএন/আব্দুর রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ