আজকের শিরোনাম :

ঘরমুখো মানুষের চাপ বাড়লেও দৌলতদিয়ায় নেই যানজট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ১৭:৪৬

পবিত্র ঈদ উল আজহার বাকি আর মাত্র ৩ দিন। ঈদকে ঘিরে তাই রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগের ব্যস্ততম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তারপরও দৌলতদিয়া ঘাটে নেই কোন যানজট। 

বুধবার (৬ জুলাই) সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রতিটি ফেরি ও লঞ্চে ঘরমুখো মানুষদের আসতে দেখা যায়। এ সময় ফেরিতে যাত্রীবাহি যানবাহনের পাশাপাশি অধিক সংখ্যাক হারে মোটরসাইকেল পার হতে দেখা যায় ফেরিগুলোতে। প্রায় প্রতিটি মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে নারী ও শিশসহ মালামাল বহন করতে দেখা গেছে বাইকারদের।

ফরিদপুরের মধুখালীতে পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন রব মিয়া। তিন বলেন, ‘গত কয়েক বছর ধরে ঈদে বাড়ি ফেরা একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ফেরিঘাটের যানজটে পরিবার নিয়ে ভোগান্তি পোহাতে হতো। তবে এবার পদ্মা সেতু চালু হওয়ায় শান্তিতে বাড়ি ফিরতে পারছি।‘

কুষ্টিয়ার কুমারখালীর উদ্দেশ্য ছেড়ে আসা রোজিনা পরিবহনের যাত্রী পাভেল রহমান বলেন, ‘কিছুদিন আগেও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা ছিল স্বাভাবিক ঘটনা। শীত কিংবা গরমে কষ্ট পেতে হতো। কুয়াশা, নদীর নাব্যতা সঙ্কট, স্রোত বিভিন্ন ইস্যুতে ঘাটে কখনো কখনো ১০/১২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতো। তবে এবার ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠতে পেরে ভালো লাগছে।’

সৌহার্দ্য পরিবহনের বাসের চালক রাশেদ মুন্সী বলেন, ‘এই ঘাট এলাকায় প্রায় ৫-৬ কিলোমিটার জ্যাম থাকতো। গাড়িতে দীর্ঘ সময় বসে থাকতে হতো। এখন ঘাট পুরো ফাঁকা। এসেই ফেরিতে উঠতে পারছি। আগে ফেরির জন্য আমাদের অপেক্ষা করতে হতো। এখন ফেরি গাড়ির জন্য অপেক্ষা করে।’

এদিকে যানবহনের চাপ না থাকলেও স্রোতের কারণে ফেরি পারাপারে সময় লাগছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে। 

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া শাখার সহকারী ব্যবস্থাপাক প্রফুল্ল চৌহান জানান বর্তমানে এই রুটে ছোট বড় ১৮টি ফেরি চলাচল করছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ