পটুয়াখালীতে আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ১০:২১

পটুয়াখালীর বাউফলে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল দুপুরে বরিশালের কাউনিয়া এলাকার মরকখোলা থেকে দুইজন এবং বাউফল থেকে অপর দুইজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো রিয়াজ হাওলাদার(৩৫), অরুন দাস (৩৫), ইসমাইল গাজী (৫৫) ও হেমায়েদ সিকদার (৪৭)। এছাড়া ডাকাতির স্বর্ন ক্রয়ের জন্য গৌতম কর্মকার (৪৪) ও মনোজ কর্মকার (৩৮) নামের দুই জুয়েলার্সের মালিককেও গ্রেফতার করা হয়। 

গতকাল ৫ জুলাই  মঙ্গলবার দুপুরে পুলিশ সুপুারের কার্যালয়ে এক প্রেসি ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হাসান।

তিনি জানান, গত ০১ জুলাই দিবাগত রাতে বাউফলের নুরাইনপুর এলাকার রুহুল আমিন সিকদারের বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ১০ জনের মুখোশধারী ডাকাতদল জানালার গ্রিল কেটে তার ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা ও স্বর্ণালংকারসহ মোট ১৩ লাখ ১৩ হাজার টাকার মালামাল লুটে নেয়। 

এ ঘটনায় গত ৩ জুন রুহুল আমিন বাদী হয়ে বাউফল থানায় অজ্ঞাতনামা ১০ জনের নামে মামলা করে। পরে তথ্য প্রযুক্তি সহায়তায় ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার করে পুলিশ। 

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাত ইসমাইলের বাড়ি থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। 

এবিএন/মু. জিল্লুর রহমান জুয়েল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ