আজকের শিরোনাম :

সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা, বাড়ছে সুরমার পানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২২, ১১:৫৭

সুনামগঞ্জে মাঝখানে এক সপ্তাহ বিরতি দিয়ে গত সোমবার থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে সুনামগঞ্জে উজানে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টি হওয়ায় নামছে পাহাড়ি ঢল। এতে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আতঙ্ক দেখা দিয়েছে মানুষের মধ্যে। দুই দিনে সুরমা নদীর পানি ২২ সেন্টিমিটার বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মকর্তারা বলছেন, উজানে বৃষ্টি হচ্ছে, তাই ঢল নামছে। আবার একই সঙ্গে সুনামগঞ্জেও বৃষ্টি হওয়ায় পানি কিছুটা বাড়ছে। তবে বন্যা পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টায় অবনতি হবে, এমন কোনো পূর্বাভাস নেই। 

পাউবো সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপরে আছে। ২৪ ঘণ্টায় এখানে ২৩ সেন্টিমিটার পানি বেড়েছে। দিরাই উপজেলায় পুরাতন সুরমা নদীর পানি আছে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপরে। বুধবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের পাশে সুরমা নদীর পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৬৮ সেন্টিমিটার। গত মঙ্গলবার একই সময়ে পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৫৫ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। সোমবার সকালে পানি উচ্চতা ছিল ৭ দশমিক ৪৫ সেন্টিমিটার। এই হিসাবে দুই দিনে পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। তবে সুনামগঞ্জ শহরের কাছে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচে আছে। সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৯৬ মিলিমিটার। সোমবার ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে ২০০ মিলিমিটার। সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা, চিলাই, খাসিয়ামারা, চেলাসহ জেলার বিভিন্ন নদী-নদীর পানি আবার বাড়ছে।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ