আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২২, ১২:৩৪

দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অর্থঋণ মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল করিমকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃত রেজাউল উপজেলার গুনাহার দক্ষিনপাড়ার মহির উদ্দিনের ছেলে। 

খোঁজ নিয়ে জানা যায়, ২০১০সালে রেজাউল গরু মোটাতাজা করনের জন্য দুপচাঁচিয়া কর্মসংস্থান ব্যাংক হতে ৮০হাজার টাকা ঋণ গ্রহণ করেন। দুই বছরের মধ্যে এ ঋণ পরিশোধ করার নিয়ম থাকলেও তা তিনি পরিশোধ করেননি। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ কয়েকবার নোটিশ প্রদান করলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে ২০১৭ সালে ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। 

এ মামলায় তিনি হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে ২০২০ সালে ডিগ্রী জারী মামলা করা হয়। এ মামলায় আদালত তাকে ছয় মাসের সাজা প্রদান করেন। রেজাউল পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। বর্তমানে রেজাউলের নিকট থেকে ব্যাংক সুদ সহ ১ লাখ ৯৩ হাজার ৬’শ ৭১টাকা পাবেন বলে জানা গেছে।   

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সাজাপ্রাপ্ত আসামী রেজাউলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে মঙ্গলবার রাতে আক্কেলপুর থানার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত রেজাউলকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। 

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ