আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে স্থায়ী শুমারি কমিটির সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২২, ১২:৩১ | আপডেট : ২৬ মে ২০২২, ১২:৩৩

‘জনশুমারিতে তথ্যদিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শুমারি কমিটির সভাপতি সুমন জিহাদীর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাফিউল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কমিটির উপদেষ্টা আলহাজ ফজলুল হক প্রামানিক। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়ানগর ইউপি চেয়ারম্যান আনোয়র হোসেন, উপজেলা পরিবার পকিল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাছরিন পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা, উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোকছেদ আলী, থানার পুলিশ পরিদর্শক (তদস্ত) আব্দুর রশিদ সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, গুনাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনারুল হক তালুকদার প্রমুখ। 

এ উপজেলায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের আওতায় ৫’শ ৪৪ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে আগামী ১৫জুন থেকে ২১ জুন পর্যন্ত তথ্য সংগ্রহ করবেন। 

সভায় এ বিষয়ে  তথ্য সংগ্রহকারীদের নিভুল ও সঠিক তথ্য দিতে সকলকে আহবান জানানো হয়েছে। 

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ