আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে মাদক রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২২, ১০:৫৫

সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মাদককে না বলুন সুস্থ পরিবার গড়ুন এ শ্লোগান কে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় গতকাল বুধবার দুপুরের দিকে  সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে আজ দেশ রোল মডেল হিসেবে বিশ্বে দরবারে স্বীকৃত পেয়েছে।  

প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত হবে। মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে নিজেদের সুন্দর জীবন গড়ে তুলতে হবে। এজন্য আমাদের সকলকে মাদকের ভয়াবহতা ও মাদকের কুফল বিষয়ে প্রতিটি পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলরদেরকে নিয়ে এ বিষয়টি মানুষদের মধ্যে জনসচেতনতা বাড়াতে হবে এবং জুম্মার নামাজে খুৎবার আগে মুসল্লিদের মাঝে মাদকের বিষয়ে আলোচনা করতে হবে। জেলা প্রশাসনের আরো তৎপরতা না বাড়ালে এ মাদক নির্মূল হওয়া সম্ভব নয়। 

এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ- সচিব (সুরক্ষা জেলা) শরিফা আহমেদ, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শিক্ষা অফিসার শফিউল্লাহ, তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার, আনসার ও ভিডিপির এ্যাডজুটেন্ট সিফাত- ই খোদা প্রমূখ। 

এ সময় সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ সবকয়টি উপজেলা চেয়ারম্যান, উপজেলার নির্বাহী অফিসারগণ, আ’লীগ নেতা হেলাল উদ্দিন ও জেলা প্রশাসনের অনান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ