আজকের শিরোনাম :

কলাপাড়ায় মাংস ব্যবসায়ীকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২২, ১৬:৫১

কলাপাড়ায় পঁচা গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চৌরাস্তা মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে মাংস বিক্রেতা বেল্লাল মুন্সির ফ্রিজ থেকে প্রায় এক মণ পঁচা গরুর মাংস জব্দ করা হয়। তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) আবুবকর ছিদ্দিকী। এরপর পঁচা মাংসগুলো মাটি চাপা দেয়া হয়। 

জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে কলাপাড়া থানার এক পুলিশ সদস্য ওই ব্যবসায়ীর দোকান থেকে গরুর মাংস কিনে বাসায় নিয়ে যান। তিনি বাসায় গিয়ে পঁচা মাংস দেখতে পান। এর পরেই তিনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে এ অভিযান পরিচালনা করা হয়। এরপর শেখ কামাল সেতুতে অবৈধ ভাবে পার্কিংয়ের দায়ে আরো ৮ জনকে ৫ হাজার ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) আবু বকর ছিদ্দিকী জানান, ওই ব্যবসায়ী পঁচা দুর্গন্ধযুক্ত মাংস রাখার কথা স্বীকার করেছে। অপরাধে বেল্লালকে এবং অবৈধ গাড়ি পার্কিংয়ের দায়ে ৮ জনকে অর্থন্ড প্রদান করা হয়েছে। পরবর্তীকালে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এবিএন/তুষার হালদার/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ