আজকের শিরোনাম :

ধুনটে বজ্রপাতে তিন গরুর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২২, ১১:৫৪

বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে এক কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। 

গত বৃহস্পতিবার (১৯ সে) রাত ১০টার দিকে গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।  

ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে গরুগুলো গোয়াল ঘরে রেখে আমারা শয়নঘরে চলে আসি। রাত প্রায় ১০টার দিকে প্রবল ঝড় ও বজ্রপাত শুরু হয়। ঘন্টাখানেক পর বজ্রপাত থেমে গেলে গোয়াল ঘরে গিয়ে গরুগুলোকে মৃত অবস্থায় দেখতে পাই। এতে তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এই দরিদ্র কৃষক।

অপরদিকে বৃহস্পতিবার রাতে আকষ্মিক কাল বৈশাখী ঝড়ে ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাছ গাছালি উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া বসতবাড়ি ও ফসলী জমির বিভিন্ন ফসলও ক্ষতিগ্রস্থ হয়েছে। 

তাছাড়াও বজ্রপাতে বিভিন্ন বাসা-বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রীও পুড়ে নষ্ট হয়েছে। 

এবিএন/ইমরান হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ