আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২২, ১২:২৮

দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

গতকাল বুধবার সকালে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বওে (মুক্তমঞ্চে) উন্মুক্ত বাজেট সভায় ২০২২-২৩ অর্থবছরের ১ কোটি ৫২ লক্ষ ৮৪ হাজার ৪’শ টাকার সম্ভাব্য এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব উত্তম কুমার। 

এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিকের সভাপতিত্বে ও সচিব উত্তম কুমারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী। 

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মঞ্জু, ইউপি চেয়ারম্যানের সহধর্মিনী মোর্শেদ ফারহানা হায়দার। 

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, নূর মোহাম্মদ আবু তাহের, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, থানার এসআই বকুল হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশ, সাংবাদিকগণ, ইউপি সদস্য, সদস্যা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উন্মুক্ত বাজেট উপলক্ষে ইউনিয়নের দু’জন কৃতি শিক্ষার্থী, একজন কৃষি উদ্ভাবক ও একজন নিয়মিত করদাতাকে পরিষদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। 

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ