আজকের শিরোনাম :

পাঁচবিবির বারোকান্দ্রীতে বৌদ্ধ পূর্ণিমা পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২২, ১৩:৫০

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারোকান্দ্রী শুকুমার সিংহ বৌদ্ধ বিহারে গতকাল বিকেলে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। 

এ উপলক্ষে বিহার চত্ত্বরে, বিহারের সভাপতি বাবুল সিংহের সভাপতিত্বে ও সম্পাদক কমল মিনজির পরিচালনায় ভক্তদের উদ্যোগে বৌদ্ধদের ধর্মের উপরে নির্দেশনা দেন ও পূজা পরিচালনা করেন ভান্তে সমানন্দ ভিক্ষু। 

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ পূজা, প্রসাদ বিতরণ, ধর্ম নির্দেশনা প্রদান ও বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়েছে। 

উল্লেখ্য এই দিনেই অহিংসা বাণী প্রচারক, শান্তির দিশারী মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনিবার্ণ লাভ করেন। বুদ্ধ জীবনের এই মহান এ তিনটি ঘটনাই মানব বিশে^র ইতিহাসে বৌদ্ধ পূর্নিমা নামে অভিহিত। 

এছাড়াও উপজেলার পীরপাল পদ্মবিণা বৌদ্ধ বিহারের বৌদ্ধ পূর্ণিমা পালিত হওয়ার খবর পাওয়া গেছে। পূর্জার প্রার্থনাতে তারা বিশ^কে যুদ্ধ ও দ্বন্দমুক্ত করার জন্য প্রার্থনা করেন। বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা বৌদ্ধ মন্দিরগুলো পরিদর্শন করেছেন।

এবিএন/সজল কুমার দাস/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ