আজকের শিরোনাম :

বড়াইগ্রামে পৌর মেয়রের গুদামে মিলল ৩ হাজার লিটার তেল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২২, ১২:০৯

নাটোরের বড়াইগ্রামে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে পৌর মেয়রের দোকানের গোডাউন থেকে তিন হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে তেল মজুদের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১মে) বিকালে বড়াইগ্রামে মৌখড়া বাজারে যৌথ অভিযানে নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গুদাম থেকে এ তেল জব্দ করা হয়।  

নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান,  নয়ন ডিপার্টমেন্টাল স্টোর গুদাম থেকে উদ্ধারকৃত তিন হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল ন্যায্যমূল্যে প্রকাশ্যে ভোক্তাদের মধ্যে বিক্রি করা হয়। এসময় নাটোর র‌্যাব ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

নয়ন ডিপার্টমেন্টাল স্টোরটি পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়নের মালিকানাধীন বলে জানা যায়।

পৌর মেয়র নয়ন জানান, তার অজান্তে কর্মচারীরা সেগুলো রেখে দিয়েছিল।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ