আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে মহিলাদের নিয়ে উঠান বৈঠক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১৩:৩৯

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) অধীনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ উঠান বৈঠক অনু্ষ্িঠত হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার আওতায় শ্রীমঙ্গলের তথ্য আপা প্রকল্পের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুবর্ণজয়ন্তী মেলায়  এই উঠান বৈঠক অনু্ষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।

বৈঠকে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. অজন্তা দেবী, মুক্তিযোদ্ধা মোয়াজ্জম হোসেন ছমরু, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী  প্রমুখ।

উঠান বৈঠকে রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন প্রেসক্রিপশন বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার ইশরাত ইরিনা। বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন তথ্য সেবা কর্মকর্তা লুৎফুন্নাহার খান।

উঠান বৈঠকে শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন ও ১ পৌরসভার ১০০ জন নারী উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশের ৪৯০টি উপজেলায় একটি করে তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি তথ্যকেন্দ্রে একজন তথ্যসেবা কর্মকর্তা, দুইজন তথ্যসেবা সহকারি তথ্যসেবা প্রদানের কাজে নিয়োজিত আছেন। তথ্য আপারা তথ্যকেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত গ্রহন, প্রাথমিক স্বাস্হ্যসেবা, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্স ইত্যাদি কার্যক্রম সম্পাদন করছে। এছাড়াও তথ্য আপারা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষি বিষয়ক সেবা প্রদান করছেন।

এবিএন/আতাউর রহমান কাজল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ