আজকের শিরোনাম :

পুলিশের মোবাইল ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল ছিনতাইকারী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪০

চট্টগ্রাম নগরীতে কর্তব্যরত এক পুলিশ সদস্যের মোবাইল ছিনতাই করে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েছে ছিনতাইকারী। গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে দুই নম্বর গেইট পুলিশ বক্সের সামনে থেকে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এর কিছুক্ষণ পরেই ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল হাসানের হাতে ধরা পড়ে যুবক।  

আটক হওয়া ছিনতাইকারীর নাম মো. রুবেল। বয়স ৩০। জিজ্ঞাসাবাদে সে জানায় নগরীর সদরঘাট থানাস্থ নালাপাড়া এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে।

আজ শনিবার সকালে ছিনতাইকারী আটকের তথ্যটি নিশ্চিত করেন ট্রাফিক বিভাগ (উত্তর) এর উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদীন। তিনি বলেন, পুলিশ বক্সের সামনে দায়িত্ব পালনকালে সিএমপিতে সদ্য যোগদান করা কনস্টেবল শাহাদাৎ হোসেনের মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড় দেন ওই যুবক।  

পরে ঘটনাস্থলে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল হাসান তার মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে ছিনত্ইকৃত মোবাইলসহ ওই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। আটক ওই ছিনতাইকারীকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।  

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/আব্দুর রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ