সিরাজগঞ্জে করোনা বাড়ছে, ২৪ ঘন্টায় ৮৬ জন শনাক্ত

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ১৭:২২

সিরাজগঞ্জে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় ডেপুটি সিভিল সার্জনসহ আরো ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে জেলায় নারীসহ ৬’শতাধিক করোনা আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ওই হাসপাতালে ২১৯ জনের নমুনা পরিক্ষা করা হয়।
এরমধ্যে বুধবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডাঃ শামসুল কহসহ ৮৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তারা সবাই হোম করোন্টাইনে রয়েছেন। এরমধ্যে জেলা সদরে করোনা আক্রান্তের সংখ্যা বেশি। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের হার ৩৯.২৬%। জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ইতিমধ্যেই জেলায় পরিবহন শ্রমিকদের করোনা টিকা দেয়া শুরু হয়েছে। সেইসাথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ভ্রাম্যমান আদালতও পরিচালনাসহ কঠোর ব্যাবস্থা নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা
এই বিভাগের আরো সংবাদ