আজকের শিরোনাম :

মধুখালীতে বোরো ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১৭:২৬

ফরিদপুরের মধুখালী উপজেলাতে বোরো ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাঠে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদ-এর যান্ত্রিকী বোরো ধানের চারা রোপন শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশিকুর রহমান চৌধুরি।

এ সময় উপস্থিত ছিলেন মধূখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মর্কতা মো: সাইফুর রহমান  হিমু, মো: আব্দুল কুদ্দুস মোল্যা, মো: ইকবাল খান, মো: আজাদ হুমায়ন কবির, কৃষক মো: সরোয়ার মোল্যা, মো: বায়জিদ মোল্য, মো: মিজানুর মো: ইমরুল সহ ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের ২০ জন ইন্টারনী শিক্ষার্থী।

চলতি বছর জেলার দুটি উপজেলার মধ্যে মধুখালী উপজেলাতে ধানের চারা রোপন যন্ত্রের (রাইচ ট্রাস্ক প্লান্টার) মাধ্যমে এ কার্যক্রমের শুরু করা হয়। কামালদিয়া এলাকার ১১০ জন কৃষকের মধ্যে ৫০একর জমিতে ৪হাজার ৫শটি ট্রের হাইব্রীড জাতের ধানের চারা রোপন করা হবে। চারা রোপন যন্ত্রের ( রাইচ ট্রাস্ক প্লান্টার) সাহায়্যে ঘন্টায় ৪০ শতাংশ জমিতে ধান রোপন করা সম্ভব। জমিতে সময়, শ্রম ও শ্রমিক কম লাগাতে চাষীরা এ পদ্ধতিতে ধানের আবাদ করবেন বলে জানান চাষীরা।   


এবিএন/কে এম রুবেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ