আল আরাফা ব্যাংক মহেশখালীর মাতারবাড়ি আউটলেট শাখার উদ্বোধন

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ১৯:৫০

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে আল আরাফা ইসলামী ব্যাংক এর আউটলেট শাখা উদ্বোধন হয়েছে। মাতারবাড়ি নতুন বাজার এলাকায় স্থাপিত এই আউটলেট শাখার উদ্বোধন করেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু হায়দার।
দৈনিক আমাদের সময় ও চ্যানেল আইয়ের রিপোর্টার সাংবাদিক সরওয়ার আজম মানিক এর সভাপতিত্বে আজ দুপুরে নতুন আউটলেট শাখার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ডেপুটি প্রধান ময়নাল হোসেন, আল আরাফা ইসলামী ব্যাংক পেকুয়া শাখার ব্যবস্থাপক মোঃ ফয়জ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম উল্লাহ সেলিম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিতা কেটে মাতারবাড়ি নতুন বাজার আউটলেট শাখার উদ্বোধন করেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমানে ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে এ আউটলেট শাখা। ইসলামী ব্যাংকিং এর সেবা গ্রহণ করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান অতিথিরা।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিতা কেটে মাতারবাড়ি নতুন বাজার আউটলেট শাখার উদ্বোধন করেন অতিথিরা।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা
এই বিভাগের আরো সংবাদ