জাটকা নিধন: ভোলায় ৭৮ জেলে আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৩৩

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৭৮ জেলেকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে নিষিদ্ধ ৬১টি বেহুন্দিজাল, একটি পাইজাল, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ মন জাটকা।

বুধবার (১৯ জানুয়ারি) অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন স্থান ও মাছঘাট থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে একযোগে জেলার ৫ উপজেলায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, দিনব্যাপী এ অভিযানে সদর উপজেলার তুলাতুলি, ইলিশা, জনতাবাজাসহ বিভিন্ন মাছঘাট মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ মন জাটকাসহ ৫ জনকে আটক করা হয়। জাটকা কেনার দায়ে এক বেপারীর ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

‘একই সময়ে চরফ্যাশন উপজেলায় ৩১ জন, দৌলতখানে ৩২ জন, লালমোহনে ৮ জন ও বোরহানউদ্দিন থেকে ১ জেলেকে আটক করেছে।’

জেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, আটককৃতদের কাছ থেকে আরও প্রায় ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে। এদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, ইলিশ সম্পদ রক্ষায় তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ