আজকের শিরোনাম :

সৈয়দপুরে উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১৯:০৫

নীলফামারীর সৈয়দপুরে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায়  শহরের ব্যস্ততম পাঁচমাথা মোড়ে প্রশাসনের পক্ষ থেকে ওই মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো.আলেমুল বাসার। এসময় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতে, জনসমাগম এড়িয়ে চলতে ও স্বাস্থ্যবিধি মানতে সকলকে নির্দেশনা প্রদান করা হয়। মাস্ক বিতরণ ও সচেতনতা প্রচারাভিযানে সার্বিক সহযোগিতা করে সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন (সুভা)সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মোমিন বলেন, করোনা ভাইরাস নতুন রূপে এসেছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আজ থেকে এই কর্মসূচী পর্যাক্রমে চলমান থাকবে। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, আজকে সচেতন করা হচ্ছে পরবর্তীতে সরকারি নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

এবিএন/এম. ওমর ফারুক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ