আজকের শিরোনাম :

খানসামায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জাগ্রতের লক্ষ্যে শপথ পাঠ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১৩:৫১

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় শপথ পাঠ, কার্ড প্রদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদক ও দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে খানসামা উপজেলার স্বনামধন্য নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস.এম.রকি, সাংবাদিক জে আর জামান ও সংগঠনের সদস্য মোঃ মিলন।

আলোচনা সভা শেষে শপথ পাঠ, ভালো কাজকে সবুজ কার্ড, সমাজের অনিয়ম ও অসঙ্গতি প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

এবিএন/এস.এম.রকি/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ