আজকের শিরোনাম :

চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার এক জেলে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ২০:০০

ভোলার চরফ্যাশনের উপকূলের সাগর মোহনায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় একজন জেলেকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

ট্রলারমালিক কামাল খন্দকার সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টার দিকে চরফ্যাশনের মহিপুর ঘাট এলাকায় মেঘনায় ভাসমান অবস্থায় জেলে হাফিজ আহমেদকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। হাফিজ এখন সুস্থ আছে। এ ঘটনায় এখনও ২০ জন নিখোঁজ।’

কামাল খন্দকার জানান, তার মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ২১ জন মাঝি মাল্লা নিয়ে মেঘনায় মাছ শিকারে যান। রোববার রাতে ঢালচরের  চরের নিজামের দক্ষিণে মেঘনায় জাল ফেলে অপেক্ষায় ছিলেন জেলেরা। এসময়ে বিপরীত দিক থেকে আসা একটি টলিং জাহাজ মাছ ধরার ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে মুহুর্তের মধ্যে ট্রলারে থাকা ২১ জন জেলেসহ ট্রলারটি উত্তাল মেঘনা নদীতে ডুবে যায়। 

নিখোঁজ জেলেদের মধ্যে ট্রলারের মাঝি মো.বাচ্চু, আল আমিন, ফারুক, জাবেদ,খালেক, হাফেজ, ইউসুব, জসিম, রফিক ও মাসুদসহ ১০ জনের নাম জানা গেলেও অপর নিখোঁজ জেলেদের নাম জানা যায়নি এখনও।

চরমানিকা জোনের কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুন অর রশিদ জানিয়েছেন, এ ঘটনায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ