আজকের শিরোনাম :

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় মারা গেছে শ্রমিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১৭:২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে এনবি শিপ ব্রেকিং ইয়ার্ড নামে পুরাতন একটি জাহাজ ভাঙা কারখানায় মো. মনির (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল পৌণে ১০টার সময় উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের সাগর উপকূলে অবস্থিত এ কারখানায় মাথায় লোহার আঘাত লেগে তার মৃত্যু হয়। নিহত মো. মনির সলিমপুর গ্রামের মৃত মনছুর আহমেদের ছেলে।

সহকর্মীরা জানান, ইয়ার্ডে কাজ করার সময় একটি লোহার প্লেট মাথায় আঘাত করলে গুরুতর আহত হন মো. মনির। পরে ইয়ার্ডের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। কাজ করার সময় দুর্ঘটনাবশত লোহার আঘাতে শ্রমিক মনিরের মৃত্যু হয়েছে বলে জানায় এন.বি শিপব্রেকিং ইয়ার্ডের সত্বাধিকারী মো. তছলিম উদ্দিন।    

এদিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানালেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

এবিএন/রাজীব সেন প্রিন্স/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ