আজকের শিরোনাম :

অভয়নগরে ৩ জনের মনোনয়নপত্র বাতিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ১৩:৪৮

যশোরের অভয়নগরের ৮ ইউনিয়নে ৪শ’ ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর বাতিল হয়েছে ৩ জনের।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভয়নগরের ৮ ইউনিয়নে ৪শ’৩৮ জনের মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে ৫৯ : সংরক্ষিত মহিলা মেম্বর পদে ৯৫ ও মেম্বর পদে ২শ’ ৮৪জন।

সোমবার ছিলো মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন। চেয়ারম্যান পদে ১জন, সাধারণ সদস্য ১ জন ও সংরক্ষিত ১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

প্রেমবাগ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে শেখ রবিউল ইসলাম মিলন, সুন্দলী  ইউনিয়ন পরিষদে ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের সামার্থ রায় ও শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা বেগমের মনোনয়নপত্র বাতিল বলে রির্টানিং কর্মকর্তা ঘোষণা করেন।

আর ৪শ’৩৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে প্রেমবাগ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের শেখ রবিউল ইসলাম মিলন এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমি আপিল করেছি আমার ট্যাক্স রিটানে একটু ত্রুটি ছিল, যার সঠিক পেপার আমার কাছে আছে। আমি আশা করছি আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে।

এবিএন/মোঃ সেলিম হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ