আজকের শিরোনাম :

উলিপুরে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১৯:৩৭

কুড়িগ্রামের উলিপুরে "শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও শোষণ এবং শিশু পাচারের মতো ঘৃণ্য তৎপরতার অবসান" শীর্ষক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সুইজারল্যান্ডের আয়োজনে ও বিএনএনআরসি এর কারিগরি সহায়তায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন, রেডিও চিলমারী-৯৯.২ এর স্টেশন ম্যানেজার বশির আহমেদ। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আল মাহমুদ হাসান, পৌর মেয়র মামুন সরকার মিঠু।

এটিএন বাংলা টিভির জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীরের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,সাংবাদিক মঞ্জুরুল হান্নান, মোন্নাফ আলী, পরিমল মজুমদার, বিডিএসসি নারী প্রকল্পের ব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও শিক্ষক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, নিকাহ রেজিষ্ট্রার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপিস্থিত ছিলেন।


এবিএন/আব্দুল মালেক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ